ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

আল্লাহর আইন কায়েম হলে সব মানুষের লাভ : মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৭:২৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল  ইসলাম খান বলেছেন, যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। কোরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। সমস্ত মানব জাতির হেদায়েতের পথ হলো আল কোরআন। পবিত্র কোরআনের পথে চললেই এই সমাজের উন্নতি হবে। আল্লাহর আইন কায়েম হলে,সকল মানুষের লাভ হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আল- কোরআনই পারে এই দেশে আলো ছড়াতে।  

তিনি বলেন,  আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠিত হলে  বেকারমুক্ত, দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি আধুনিক, মানবিক  বাংলাদেশ গড়া সম্ভব। । দলমত, ধর্ম- বর্ণ নির্বিশেষে  সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। 

মঙ্গলবার (১১ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে  বড়হর স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শাহীন আলমের সভাপতিত্বে কে এম আলাউল হকের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের  আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমির ডঃ মাওঃ নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি খায়রুল ইসলাম,  অফিস সম্পাদক আব্দুল বারী,  শ্রমিক কল্যান ফেডারেশন উল্লাপাড়া উপজেলা সভাপতি বাবুল আকতার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লপাড়া উপজেলা সভাপতি মোঃ মানছুর হোসেন, জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি আল- আমিন হোসেন সহ  স্থানীয় নেতৃবৃন্দ।