৭০০ টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৯:৩৫ পিএম

৭০০ টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক ব্যবসার ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) পৌরশহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনা ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রায়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত ইমরান হোসেন সঙ্গে হাসপাতাল রোড এলাকার সানীর সাথে মাদক ব্যবসার ৭০০ টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ থেকেই সানী তার সঙ্গীদের নিয়ে ইনরানকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ইমরানের স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইমরান মারা যায়।

গফরগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পায়নি। তবে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরবি/আবু

Link copied!