রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে উত্তরবঙ্গের প্রথম বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের আইন ও মানবাধিকার বিভাগের একছাত্রী তার পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি যে সিটে বসেন, তার ঠিক মুখোমুখি সামনের সিটে বসেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। অটোরিকশা চলছিল। এ সময় ছাত্রীর উদ্দেশ্যে নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেন ওই লোক। একপর্যায়ে তিনি তার পুরুষাঙ্গ হাত দিয়ে বারবার প্রদর্শন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীবাহী অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা, ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে রাজশাহী শহরের বর্ণালী মোড়ে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ব্যক্তির ভিডিও ও ছবি প্রকাশ করেন। পাশাপাশি তিনি তুলে ধরেন তাকে উত্যক্ত করার ঘটনা।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লিখেছেন, ‘আজকে (মঙ্গলবার) পরীক্ষা দিয়ে ইফতারি কিনে বাসায় আসার সময় বর্ণালীর মোড়ে এই জানোয়ারের বাচ্চা আমার সামনে বসে। হাতে কাপড়ের বড় বস্তা ছিল। বারবার আমার পায়ে টাচ (স্পর্শ) হচ্ছিল। ভাবলাম এতো বড় ব্যাগ, তাই হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আরও বেশি সমস্যা হওয়ার পর পা সরাতে বলি।তারপর সে নিজের গোপনাঙ্গ নিয়ে অশোভন আচরণ করে। যখন বুঝতে পারে ভিডিও করতেছি, তখনই হাত সরিয়ে নেয়।’
ক্ষোভ প্রকাশ করে ওই ছাত্রী আরও লিখেছেন, ‘রোজা-রমজানের মাসেও এদের হেদায়েত হয় না। ভেতরের জানোয়ার জেগে উঠে মেয়ে দেখলেই। সারাটাদিন রোজা রেখে পরীক্ষা দিয়ে যখন এসব সহ্য করা লাগে, তখন আর কিছু বলার থাকে না আসলে!’
ভুক্তভোগীর ফেসবুক স্ট্যাটাস ও তাকে উত্যক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩ হাজার মানুষ হেনস্তাকারী ব্যক্তির গ্রেপ্তার ও বিচার দাবি করে মন্তব্য করেছেন। এ ছাড়াও তার ওই স্ট্যাটাস প্রায় আড়াই হাজার মানুষ শেয়ার করেছেন। হেনস্তাকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারাও।
আপনার মতামত লিখুন :