ভারত যাওয়ার পথে নারী-শিশুসহ আটক ৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৩৬ এএম

ভারত যাওয়ার পথে নারী-শিশুসহ আটক ৭

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিজিবি আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন—কুলাউড়ার বরমচাল ইউনিয়নের শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের সুদামা রবি দাস, শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু ও তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু এবং তিন্নি কানু।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটক সাতজনকে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লালারচক বিজিবির সদস্যরা পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরও জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র চাইলে তারা কিছুই দেখাতে পারেননি। এজন্য তাদের আটক করে রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আরবি/শিতি

Link copied!