পালাতে গিয়ে পা ভাঙলেন সাবেক কাউন্সিলর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৫৭ এএম

পালাতে গিয়ে পা ভাঙলেন সাবেক কাউন্সিলর

ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে ফেলেছেন। এরপরেও তার শেষ রক্ষা হয়নি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

খালিশপুর থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ার চেষ্টা করেন, যার ফলে তার ডান পা ভেঙে যায়।

পরে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খালিদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় ৩টি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় ১টি করে মামলা রয়েছে। ইতোমধ্যে খালিদ হাইকোর্ট থেকে ৩টি মামলায় জামিন পেয়েছিলেন, তবে অন্য দুটি মামলায় তিনি জামিন নেননি।

আরবি/এফআই

Link copied!