ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:১৪ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।
অপরজন ভ্যানচালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানচালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে যায়। এ খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।