দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:২১ এএম

দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা তাদের আন্দোলন শুরু করে। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করে তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) তার শিশুর অসুস্থতার কারণে গতকাল রাত ৯টার দিকে ছুটি চান। তবে কারখানার এপিএম মতিউর রহমান তাকে ছুটি না দিয়ে পরিচয়পত্র রেখে বিদায় করেন, ফলে তামান্না বাড়ি ফিরে যান। আজ সকালে কারখানায় আসার পথে সকাল ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

বর্তমানে ঘটনাস্থলে শিল্পপুলিশ উপস্থিত রয়েছে।

আরবি/এফআই

Link copied!