বাগেরহাটে বাঙ্গির বাম্পার ফলন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১২:৫৪ পিএম

বাগেরহাটে বাঙ্গির বাম্পার ফলন

ছবি: রূপালী বাংলাদেশ

আবহাওয়া অনুকূলে থাকায় উপকূলীয় জেলা বাগেরহাটের চিতলমারীতে এবার বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এতে বেশ খুশি চাষিরা।

উপজেলার মধুমতী নদীর তীরবর্তী এলাকায় দক্ষিণ সলদে গ্রামে দিগন্তজুড়ে মাঠে শুধু বাঙ্গিখেত। লাভজনক হওয়ায় কৃষকরা বাঙ্গি চাষে ঝুঁকছেন।

উপজেলায় কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর উপজেলায় ২০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। উপজেলা দক্ষিণ শলিদাহ গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষকেরা নিজ নিজ বাঙ্গি খেতে ব্যস্ত। কেউ বিক্রির জন্য খেত থেকে বাঙ্গি তুলছেন, কেউ আবার বাঙ্গি গাছে পানি দিচ্ছেন।

বাঙ্গি চাষিরা জানান, বাঙ্গির ফলন ভালো হয়েছে এবং আশা করি লাভবান হবো। এক বিঘা জমিতে বাঙ্গি চাষে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার বাঙ্গি বিক্রি হবে বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ বলেন, চিতলমারী উপজেলায় ২০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে।

আরবি/এসআর

Link copied!