ভোলায় বিএনপির দুপক্ষের দফায় দফায় সংষর্ঘ, আহত ১৩

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০১:২৩ পিএম

ভোলায় বিএনপির দুপক্ষের দফায় দফায় সংষর্ঘ, আহত ১৩

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার মনপুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, নৌ-বাহিনী ও পুলিশ দুই গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১ মার্চ) সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য রাজনৈতিক সফরে মনপুরায় আসেন। তিনি অসহায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মী সভা ও ইফতার অনুষ্ঠান শেষে তিনি হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পর যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকরা মিছিল বের করে।

মিছিলকারীদের মধ্যে আপ্পান হাওলাদারের সঙ্গে নাজিম উদ্দিন আলম সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান মেম্বারের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় মিছিলকারীদের (নয়ন গ্রুপের) হামলায় আলম গ্রুপের ৩ জন গুরুতর আহত হন। পরে নুরুল ইসলাম নয়ন গ্রুপের সংঘবদ্ধ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতালে দুই দফা হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন (আলম সমর্থক), আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি মো. আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান মেম্বার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল, ছাত্রদল নেতা শাহিন আলম, আবুল কাশেম, সাবিত ও সোহেল।

হাসপাতালে সংঘর্ষের সময় আবাসিক মেডিকেল অফিসার ফোনে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের হাসপাতালে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান মনপুরা থানার ওসি আহসান কবির।

তিনি আরও জানান, হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতালে দুই দফা মারামারি হয়েছে। সংঘর্ষে জড়িতরা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ন গ্রুপের নেতাকর্মী। এই ঘটনায় কোনো গ্রুপ লিখিত অভিযোগ করেনি।

নাজিম উদ্দিন আলম সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন মেম্বার বলেন, তিনি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার পথে মন্নান হাওলাদারের ছেলে আপ্পান হাওলাদার তার ওপর অতর্কিত হামলা চালায়। হোন্ডা থেকে নামিয়ে মারধর করে। এ সময় তাদের নেতাকর্মীরা বাধা দিতে আসলে তাদেরও বগি, দা ও লাটিসোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

নয়ন গ্রুপের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার জানান, ইফতার শেষে নাজিম উদ্দিন আলম চলে যাওয়ার পরে তাদের সমর্থকরা মিছিল নিয়ে বাজারে যায়। এ সময় আলম সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তাদের ৬-৭ জন আহত হয়েছেন। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।

তিনি আরও বলেন, নাজিম উদ্দিন আলমকে নিয়ে তাদের নেতাকর্মীরা কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য বা স্লোগান দেননি। তারপরও তাদের ওপর অতর্কিত হামলা করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী জানান, বিএনপির সাবেক সম্পাদক মান্নান হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়। সাবেক এমপি নাজিম উদ্দিন আলম যতবার মনপুরায় রাজনৈতিক সফরে এসেছেন ততবার তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন।

মনপুরা থানার ওসি আহসান কবির বুধবার সকালে রূপালী বাংলাদেশকে বলেন, পরিস্থিতি এখন শান্ত।

 

আরবি/এসআর

Link copied!