ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০১:৫৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল ছামী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ছামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে।  সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ আল ছামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা ভাঙা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের নিচে চাপা পড়েন তারা।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ আল ছামীকে মৃত ঘোষণা করে। প্রাইভেটকারে থাকা আরও ৪ জন গুরুতর আহত না হওযায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এটি একটি দুর্ঘটনা হওযায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।