ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

কেরাণীগঞ্জে ভাবির শ্লীলতাহানির অভিযোগ দেবরের বিরুদ্ধে

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:২২ পিএম
অভিযুক্ত মোঃ শাহীন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে জেল থেকে জামিনে এসে প্রবাসী ভাইয়ের স্ত্রীকে (৩০) বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বখাটে দেবরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী নারী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জের কাওটাইল গ্রামের প্রবাসী মোঃ সোহাগের স্ত্রী সীমা বেগম (৩০) দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মোঃ শাহীন (২০) প্রবাসী সোহাগের আপন ছোট ভাই।

ভুক্তভোগী ওই নারী রুপালী বাংলাদেশকে জানান, পূর্ব শত্রুতার জেরে (১১ মার্চ) অনুমানিক দুপুর আড়াইটার দিকে আমার বসত বাড়িতে ও বসত ঘরে প্রবেশ করে আমার বাড়ী ঘর ভাংচুর করতে থাকে। সেসময় আমি  প্রতিবাদ করলে বখাটে শাহীন ওরফে ঝামেলা শাহীন  আমাকে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করে ও আমার পরিহিত কাপড়-চোপড় টানা হেঁচরা করে শ্লীলতাহানী ঘটায়। একপর্যায়ে শাহীন আমার সাথে শারীরিক মেলামেশা করার চেষ্টা করে। 

সে সময় আমি ডাক-চিৎকার করলে আশেপাশের লোক আসতে থাকলে সে চলে যায়। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ব্যাবস্থাগ্রহন করে নাই বলে অভিযোগ ওই নারীর।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযোগের তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় রুপালী বাংলাদেশকে বলেন, আমি অন্য কাজে ব্যাস্ত থাকায় ওসি স্যারকে বলেছি ওই অভিযোগে আয়ু অন্য কাউকে দেওয়ার জন্য। এবিষয়ে ওসি মাজহারুল ইসলাম রুপালী বাংলাদেশকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।