ফটোশপ দিয়ে ছবি নির্মাণ, জুলাই ফাউন্ডেশনের সঙ্গে প্রতারণার অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:২৭ পিএম

ফটোশপ দিয়ে ছবি নির্মাণ, জুলাই ফাউন্ডেশনের সঙ্গে প্রতারণার অভিযোগ

ছবি: সংগৃহীত

ফটোশপ দিয়ে ছবি তৈরি করে গণ-অভ্যুত্থানে আহত দেখিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা দাবি করার অভিযোগ উঠেছে গাজীপুরের নয়ন সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে । বুধবার (১২ মার্চ) এ বিষয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধম্যে একটি বার্তা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানা গেছে, নয়ন সিকদার নামের একজন গণ-অভ্যুত্থানে আহত দাবি করে সহায়তার পাওয়ার জন্য ফাউন্ডেশনে গিয়েছিলেন। তিনি সেখানে হাসপাতালে ভর্তি থাকা ছবি জমা দেন, সেটি সম্পাদিত (ফটোশপ করা), যা সহজেই ধরা ফেলা যায়।

প্রতারণার বিষয়টি সামনে আসার পর নয়ন বলেন, তিনি গাজীপুরে একটি দোকানে কাজ করেন। ভুয়া কাগজপত্রের সঙ্গে আবেদন বিশ্বাসযোগ্য করতে ছবিটি দিয়েছিলেন। লিখিত বক্তব্য রেখে পরে নয়নকে ছেড়ে দেওয়া হয়।

শুধু নয়ন নয় তার মতো আরও অনেকে জুলাই ফাউন্ডেশনের সহায়তা পেতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। যাদের কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে আহত, কেউ পড়ে গিয়ে আহত। কিন্তু দাবি করছেন, তারা জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন।

এই প্রতারণার ঘটনায় ঢাকার রমনা থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় কারো কারো কাছ থেকে দায় স্বীকারের লিখিত বক্তব্য রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, তারা ৫০টির মতো প্রতারণার ঘটনা পেয়েছেন।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জুলাইয়ে শহিদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)বলেন, ‘নিয়মিতই জালিয়াতি ও প্রতারণার ঘটনা শনাক্ত হচ্ছে। যাচাই–বাছাই করে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা করা হলে প্রতারকদের পক্ষে আর প্রতারণা করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ফাউন্ডেশনের জনবলের স্বল্পতা আছে। আবেদনকারীদের সবার তথ্য যাচাই করতে গিয়ে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা দিতে বিলম্ব হচ্ছে। ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

আরবি/জেডি

Link copied!