বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত জামায়াতসহ ১২

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:২৫ পিএম

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে  আহত জামায়াতসহ ১২

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে তিন জামায়াত কর্মীসহ ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কাশিমাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতরা হলেন- আক্তার ফারুক, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সফিকুল ইসলাম, খোকন পাকানি, হেলাল, মাসুদ, আল মামুন, অন্যদিকে জামায়াতকর্মীরা হলেন- তহুর মোল্যা, মিজানুর রহমান ও আব্দুর রহমান। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দু’পক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিলো। সম্প্রতি আক্তার পক্ষের কয়েক তরুণকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুলের লোকজন।

জানা যায়,  এ ঘটনা নিয়েই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুলের লোকজন। জানতে পেরে আক্তার কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারধর করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে আক্তার সমর্থকরা সংঘবদ্ধভাবে হামলা চালায় আজিজুলের লোকজনের ওপর। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় নিকটাত্মীয় হওয়ায় আহত জামায়াত কর্মীরা বিএনপি নেতা আজিজুলের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে আক্তার ফারুক জানান, দলীয় অফিস বন্ধ করতে বাধা দেওয়ায় কয়েক কর্মীসহ তার ওপর জামায়াত কর্মীদের নিয়ে হামলা চালায় আজিজুল, জহুর মোল্যা, আলআমিন ও রবিউল। পরে তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিজেসহ তার ১২ কর্মী আহত হওয়ার দাবি করেন ফারুক।

এ বিষয়ে আজিজুল সরদার জানান, তার লোকজনের ওপর আক্তার ফারুক আগে হামলা করায় এলাকাবাসী এক হয়ে পাল্টা জবাব দেয়।

এ ঘটনায় আজিজুল সরদারের পক্ষের ১৫ জন আহত হওয়ার দাবি আছে বলে তিনি আরও বলেন, জামায়াতের কর্মী না, বরং তার আত্মীয় হওয়ায় অন্য সংগঠনের রাজনীতিতে জড়িত কয়েকজন আহত হয়েছে।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।

আরবি/জেডি

Link copied!