ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৬:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষকের হামলায় আহত শহীদ জিয়া মঞ্চ চিতলমারী শাখার সভাপতি কাজী নিজাম উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। কাজী নিজাম হিজলা গ্রামের মৃত নুর মোহাম্মদ কাজীর ছেলে।

বুধবার (১২ মার্চ) ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় তিনি মারা যান। মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অন্যপক্ষের বসত ও গুদামঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

অন্যদিকে নিজামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পক্ষের স্বজনরা প্রতিপক্ষ কালু শেখের দুই ছেলে রশিদ ও রফিক শেখের টিনের বসতবাড়িতে এবং মৃত. কাইছারের ছেলে সাইফুল মোল্লা কাঁচামালের গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়।

নিহতের ভাই কাজী শুভ জানান, ৫ আগস্টের আগে হিজলা গ্রামের রফিক শেখের ছেলে সুফিয়ান শেখ তার ফেসবুকে ‍‍`এক দফা কবর দে, জায়গায় জায়গায় খবর দে‍‍` লিখে পোস্ট দিয়েছিলেন। এটিকে কেন্দ্র করে কাজী বংশ এবং মোল্লা ও শেখ বংশের লোকরা দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে তারা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মল্লিকের মোড়ে দুই পক্ষে মারামারি হয়।

এতে আহত হন নুর মোহাম্মদের দুই ছেলে নওশের কাজী (৪০) ও কাজী নিজাম, শাহাবুদ্দিন কাজী ছেলে রিপন কাজী (৪০), জামাল কাজী ছেলে সাব্বির কাজী (২৬) ও আল মামুন বাবু (৩০)।
চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস জানান, এলাকায় পূর্ব শত্রুতা জেরে এটা হয়েছে।

চিতলমারী থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, নিহতের ভাই জামাল কাজী বাদী হয়ে মামলা করেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হয়েছে।