মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে শোকের ছায়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:২২ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটি হাসপাতালে এখনো জীবন-মৃত্যুর সাথে লড়াই করে চলেছে। এই শোকে তাদের বাড়ি জুড়ে নেমে এসেছে সুনসান নীরবতার ছায়া। যেন এই শোক মৃত্যুর শোককেও ছাপিয়ে গিয়েছে।  শিশুটির পিতা তার অন্য সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন ভাইয়ের বাড়িতে।

এ ঘটনার পর মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার কিছু আগে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

শিশুটির পিতা বলেন, ‘আমার মনিরে যারা ওই রকম অসুবিধা করেছে আমি তাগের। ‘দ্রুত ফাঁসি চাই’

এ সময় শিশুটির চাচির সাথেও কথা হয়। তিনি বলেন, বেশ কয়েকদিন আগে শিশুটির বড়বোন বাবার বাড়িতে এসে জানান যে তিনি আর শ্বশুর বাড়িতে যাবে না। কারণ তার শ্বশুর হিটু শেখ তাকে বিভিন্ন সময় জড়িয়ে ধরে। ধর্ষণের চেষ্টা চালায়। সে শ্বশুরবাড়িতে অনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

চাচি আরো বলেন, আমরা তখন মেয়েটির কথায় বিশ্বাস করতে পারিনি। কারণ শ্বশুর মানে আব্বা। সে কি করে নিজের মেয়েকে (বৌমা) এভাবে খারাপ কাজ করতে পারে! সে কারণে আমরা তাকে বুঝাই সে যেনো ম্বশুরবাড়ি ফিরে যায়। কিন্তু মেয়েটি কিছুতেই রাজি না হওয়াতে আমরা ওর ছোটবোনকে ওর সাথে পাঠাই আর বলি ছোট বোন তোরে রক্ষা করবে।

তিনি বলেন, কীভাবে বুঝবো যাকে গার্ড (নিরাপত্তা) দেওয়ার জন্যি পাঠাইলাম সেই ওই পশুরের (বড় মেয়ের শ্বশুর) কুনজরে পড়ে যাবে।

এলাকাবাসী জানান, শিশুটির পিতাসহ পরিবারের সদস্যরা একবারে ভেঙে পড়েছেন। তারা নিজেদেরকে খুব একটা নিরাপদও মনে করছেন না। তারওপর শিশু সন্তানের জীবনের শংকা, পরিবারটি অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে পিতার মানসিক অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে তিনি বিলাপ করতে থাকেন মেয়ের জন্য।

এর আগে বুধবার (০৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে।

এ ঘটনায় পুলিশ জড়িত চারজনকে আটক করেছে। 

আরবি/জেডি

Link copied!