ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত রিকশাচালক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত রিকশাচালক গোলাম হোসেন রকি রাতে মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ)  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শঙ্কর কে. বিশ্বাস বলেন, তার বুকে ছুরিকাঘাত করা হয়েছিলো। এবং মাথায় গুরুতর আঘাত পেয়ছিলো। ঘটনার পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন, এবং গুরুতর এ আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত রকির বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়া গ্রামে। তিনি তার স্ত্রীর সঙ্গে রাজশাহীর দরিখারবোনা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এর আগে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের দরিখারবোনা এলাকায় স্থানীয় আ’লীগ নেতার ফ্ল্যাটে পুলিশি অভিযান চালায়। নেতাকে না পেয়ে তার ভাইকে আটকের ঘটনাকে কেন্দ্র করলে উত্তেজনা সৃষ্টি হয়। সৃষ্ট উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত নেয়। পরে এ ঘটনায় ওইদিন প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বিএনপির দু’পক্ষের সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

এ বিষয়ে তারা আরও জানান, রকি তার রিকশা রেখে হেঁটে বাড়ি ফিরছিলেন। সে সময় একদল লোক তাকে প্রতিপক্ষ ভেবে ছুরিকাঘাত করে। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।