সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৩৭ পিএম

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন।

নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শ্ববর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎস্পর্শে আহত হন। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে। পরে বুধবার (১২ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!