ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আশুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তরুণ

মো. জহিরুল ইসলাম খান লিটন, সাভার
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার সাভারের আশুলিয়ায় ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাসেল হোসেন (১৯) নামের এক তরুণকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ।

এর আগে সকাল ৮টার দিকে কেরানীগঞ্জের বনগ্রাম এলাকা থেকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রাসেল হোসেন ভোলার লালমোহন উপজেলার নবীনগর এলাকার মো.বাবুল বেপারীর ছেলে।

পুলিশ জানান, আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় ভাড়া কক্ষে শিশুটিকে নিয়ে থাকতেন মা-বাবা। তারা দুজনেই আশুলিয়ার পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করেন। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৮ ফেব্রুয়ারি ওই বাসায় বেড়াতে আসেন অভিযুক্ত রাসেল। সোমবার (১০ মার্চ) শিশুটিকে ওই তরুণের সঙ্গে বাসায় রেখে কাজে যান ওই দম্পতি। সকাল ৮টার দিকে ওই তরুণের বাবা মুঠোফোনে শিশুটির বাবাকে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই বাসার পাশে আটকে রেখেছেন অভিযুক্ত তরুণকে। বিষয়টি জানতে পেরে বাসায় যান শিশুটির বাবা। বাসায় পৌঁছে দেখেন, শিশুটি পাশের একটি কক্ষে কান্নাকাটি করছে।

এ বিষয়ে শিশুটি ও আশপাশের লোকজন জানান, সকাল ৭টার দিকে শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত তরুণ পালিয়ে গেছেন। ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। পরে মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।