ষাটোর্ধ্ব হাজী ইয়াছিনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:৫৪ এএম

ষাটোর্ধ্ব হাজী ইয়াছিনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মিঠা বাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে।

সরেজমিন ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, বুধবার, ১২ মার্চ, দুপুর ১টা ৪০ মিনিটে বৃদ্ধ হাজী ইয়াছিন মাস্টার একই গ্রামের পাশের বাড়ি আতাউর রহমানের মেয়ে বাড়ির শিশু ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সময় লম্পট ইলিয়াস শিশুটিকে দশ টাকা দিয়ে খাবারের প্রলোভনে তাকে জোরপূর্বক  ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির বড় চাচির বিষয়টি সন্দেহ হলে ঘরের ভেতরে চলে আসেন। এ সময় বাঁচার তাগিদে বৃদ্ধ ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যান।

এলাকার অভিভাবকরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক কাজ প্রতিরোধে আমাদের আরও সচেতন হতে হবে। এ ঘটনায় প্রশাসনের কাছে প্রত্যাশিত ন্যায়বিচার কামনা করছি।

পাটকেলঘাটা  থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পাটকেলঘাটা থানার ওসি।

 

আরবি/জেডআর

Link copied!