মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:০৫ এএম

মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এক দালালসহ ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা। এদের মধ‍্যে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা দিয়ে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

আটককৃত দালাল বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার নেজাম উদ্দিন ওরফে মেহেবুব। বুধবার ১১মার্চ সন্ধ্যায় এসব তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নুরুল আলম (১৬) বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফ নিয়ে এসে ৫০ হাজার টাকায় দালালদের কাছে বিক্রি করে দেয়। পরে দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে ৯ দিন রাখে, আজ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নৌকায় তোলার সময় পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘মেরিন ড্রাইভের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ দিয়ে নারী-শিশু দালালসহ ১৯ রোহিঙ্গা মালয়েশিয়া পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল রোহিঙ্গাদের উদ্ধার করে এবং এক দালালকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরবি/জেডআর

Link copied!