ময়মনসিংহের গৌরীপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী দাদা সিদ্দিক মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, ওই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসা নিয়ে গতকাল বুধবার বাড়িতে ফিরেছেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে শিশুর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার সিদ্দিক মিয়া একই উপজেলার বাসিন্দা।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দিন দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় তার প্রতিবেশী দাদা সিদ্দিক মিয়া তাকে বলে, লাউ খেতে চল তোকে নতুন খেলা শিখাব। শিশুটিকে সেখানে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ। এ সময় শিশুটি চিৎকার দিলে তার মা ও দাদি ছুটে আসলে সিদ্দিক মিয়া পালিয়ে যায়।
পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার।
ঘটনাটি ধামাচাপা দিতে গত ৯ মার্চ সকাল ১০টায় এলাকার স্থানীয় লোকজন সালিশ-দরবারের আয়োজন করে। এদিকে ভিকটিমের পরিবারকে হুমকি দিতে থাকে ধর্ষক সিদ্দিক। এদিকে দিন দিন শিশুটির অবস্থার অবনতি হলে গত রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল উপজেলার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিষয়টি এতদিন গোপন থাকে। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। এদিন দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, ধর্ষণের ঘটনায় মামলার পর আসামিকে নেত্রকোনা থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :