মাগুরার শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:৪৭ পিএম

মাগুরার শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

ছবিঃ- সংগৃহীত

মাগুরায় যৌন নিপীড়নের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, শিশুটির আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার মস্তিষ্ক কার্যকর নেই এবং জিসিএস (কোমা) লেভেল ৩। রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে।

বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু আইসিইউতে চিকিৎসাধীন। গত ৮ মার্চ সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

গতকাল শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে সেনাবাহিনীর একটি ফেসবুক পোস্টে জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়।

আরবি/শিতি

Link copied!