ভোলার বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ইটভাটার মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নে এসএনএস ব্রিকস নামক একটি ইটভাটায় এ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ সময় ওই ইটভাটার মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
তিনি জানান, উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরনে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টবগী ইউনিয়নে এসএনএস ব্রিকস নামক একটি ইটভাটায় কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় দেড় লাখ টাকা জরিমানা প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়। বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন বলেও জানান এসিল্যান্ড মো. মেহেদী হাসান।
এ ছাড়া একইভাবে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় গত ৯ মার্চ রোববার ওই উপজেলার বড়মানিকা ইউনিয়নে এমবিবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগের দিন ৮ মার্চ শনিবার উপজেলার দেউলা ইউনিয়নে এম বি আই ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেন অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
এ ছাড়া গত ৪ মার্চ মঙ্গলবার বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার স্বত্ত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
আপনার মতামত লিখুন :