মানিকগঞ্জ সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। চাকরির সুবাদে তার বাবা পরিবার নিয়ে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় থাকেন। শুক্রবার(৭ মার্চ) দুপুরে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে তিনি দুই মেয়ে ও স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে আসেন। ঐ দিন বিকেলে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে এক কিশোর (১৫)। এরপর রোববার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকর জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় টাঙ্গাইল পৌর এলাকা থেকে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাকে কিশোর আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :