লালপুরে পিস্তল ও তাজা গুলিসহ নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার গভীর রাতে উপজেলা মোহরকয়া থেকে দেশীয় অস্ত্র এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, পারিবারিক কলহ মিমাংসা করতে এসে মেহেদী হাসান আরিফ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র এবং ৮ রাউন্ড তাজা গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ছয় রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।