ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামকুড় বাজার মাদরাসা মোড় এলাকায় বিএনপি ও জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন মহেশপুর উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে চরম বিরোধ চলছে। প্রতিনিয়ত পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো মামলা বা কেউ আটক হয়নি।
আপনার মতামত লিখুন :