নান্দাইলে স্ত্রী-সন্তান রেখে ৮ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে যুবক উধাও

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৪:৫৩ পিএম

নান্দাইলে স্ত্রী-সন্তান রেখে ৮ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে যুবক উধাও

ফাইল ছবি

৮ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়েছে হিমেল মিয়া নামের এক যুবক। তিনি বিবাহিত। তার রয়েছে স্ত্রী-সন্তান।

হিমেল মিয়া উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীণদিয়া গ্রামে হারেছ মিয়ার সন্তান। স্কুল পড়ুয়া ছাত্রীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামে।

এ ঘটনায নান্দাইল মডেল থানায় অপহরনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বড় ভাই মো. মাসুদ মিয়া।

জানা গেছে নান্দাইল উপজেলার চরলক্ষ্মীণদিয়া গ্রামে হারেছ মিয়ার সন্তান হিমেল মিয়া পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার সময় উত্যক্ত করতো। বিষয়টি হিমেল মিয়ার পরিবারকে জানালে এ নিয়ে কোন কর্ণপাত করেনি। এক পর্যায়ে গত ২ মার্চ দুপুরে নান্দাইলের কানুরামপুর এলাকা থেকে হিমেল মিয়াসহ ২-৩ জন জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ১১ দিন পার হলেও অপহরণের শিকার ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। 

সরেজমিন বুধবার হিমেল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ রেখে বাড়ি ছেড়ে পালিয়েছে পরিবারটি ।

ছাত্রীর বড় ভাই মো. মাসুদ মিয়া জানান, ‘আমার বোন সহজ সরল। এই সুযোগ নিয়ে হিমেল জোরপূর্বক তাকে অপহরণ করেছে। দ্রুত আমার বোনকে ফেরত চাই।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/আবু

Link copied!