বগুড়ায় ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:১৭ পিএম

বগুড়ায় ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যারাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে মো. নাঈম হোসেন (২১), একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মো. সেলিম রেজা (২২) এবং লিটন মিয়ার ছেলে মো. রিফাত রহমান (২১)। তারা তিনজনই একে অপরের বন্ধু।

স্বজনরা জানান, বিকেলের উপজেলার কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে আসেন তিন বন্ধু। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে যাওয়ার সময় শেরুয়া বটতলাস্থ একটি হোটেলের সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। আর সেই সময় পেছন থেকে আসা মালবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাঈম নামে একজন বন্ধু মারা যান। বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সেলিম রেজা ও রিফাত রহমান মারা যান।

এ ঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরবি/জেডি

Link copied!