পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) পঞ্চগড় পৌরসভা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) আসামিকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) শিশুটির প্রতিবেশী এবং পেশায় ইজিবাইক চালক।
মামলা সূত্রে জানা যায়, শিশুটি বাসার সামনে খেলছিলো। সেই সময় শরিফুল শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা সেখানে গেলে আসামি শরিফুল পালানোর চেষ্টা করে। এ সময় শিশুটির বাবাসহ অন্যান্যরা তাকে ধরতে গেলে শরিফুল ইট ছুঁড়ে মারলে শিশুটির বাবা আহত হন।
এ ঘটনায় ভিকটিমের বাবা রাতেই থানায় মামলা করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ।