ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

শিশু আছিয়া মৃত্যুর আসামিদের শাস্তির দাবিতে কাফন মিছিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দ্রুত শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ধর্ষণের বিরুদ্ধ নারায়ণগঞ্জ একটি সংগঠন ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে শিক্ষার্থীদের ব্যানারে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করা হয়।

এ সময় সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুর পর আমরা দেখলাম সাত দিনের মধ্যে বিচার শুরু হওয়ার কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টা। আছিয়ার মৃত্যুর পরেই সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সঙ্গে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি।

তিনি  আরও বলেন, ধর্ষণের ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোনো অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেওয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।