হাত-পা বাঁধা অবস্থায় খুলনার ডুমুরিয়ায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার আটলিয়া ইউনিয়নের গবিন্দকাটি গ্রামসংলগ্ন ভদ্রা নদীর চর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন শেখ (৪০) উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কাকড় পাড়ার কৃষক ওমর আলী শেখের ছেলে।
মাগুরাঘোনা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল বলেন, মিলন মাগুরাঘোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। বুধবার (১২ মার্চ) দুপুরের খাবার খেয়ে তিনি ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন রাতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়ায় যায়। কি কারণে সে হত্যাকাণ্ডের শিকার হলো, সে বিষয়ে স্বজনরা এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারের সময় রশি দিয়ে হাত-পা বাঁধা ছিল তার। শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্নও ছিলো। খুনিরা নির্জন স্থানে নিয়ে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।