প্রতিবছরের মতো এবারও শুরু যাচ্ছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা। দোলপূর্ণিমা উপলক্ষে ১৮০ বছর ধরে এই মেলার আয়োজন করে মেলা উদযাপন কমিটি। হাজং সম্প্রদায়–অধ্যুষিত দোলপূজা উপলক্ষে এ মেলা বসে।
স্থানীয়ভাবে জনশ্রুতি আছে, উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে হাজং সম্প্রদায়ের মানুষ পূজা মণ্ডপে দোলপূজা করে আসছে। এই উপলক্ষে প্রতিবছর মেলার আয়োজন করা হয়। এবছর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ। আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে শুরু হয়ে রোববার (১৬ মার্চ) পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা চলবে।
বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, সীমান্তবর্তী পাহাড়ঘেঁষে চেংগ্নী গ্রামে গোপালবাড়ি মন্দির। এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠবে যে- কেউ। এবছর মেলাকে ঘিরে সাজানো হয়েছে মন্দির। বসতে শুরু করেছে মেলার আকর্ষণীয় সব জিনিসপত্র। তারমধ্যে অন্যতম হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। যার সৌন্দর্য বিমোহিত করবে দর্শনার্থীদের। এই মেলায় নেত্রকোণা জেলা ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ উপভোগ করতে এখানে আসেন।
চেংগ্নী এই মেলায় বাহারি রঙের তৈজসপত্র, বাঁশের তৈরি আসবাবপত্র নিয়ে আসেন নিপুণ হাতে বানানো শিল্পীরা। মেলায় আসা অনেকে দর্শনার্থীরা ঘরের কাজে ব্যবহৃত সব ধরনের জিনিসপত্র কিনে থাকেন। এছাড়া মেলায় রয়েছে শিশুদের বিনোদন দেয়ার নাগরদোলা। সেইসঙ্গে খাবারের জন্য রয়েছে দোকানও।
মেলা কমিটির সভাপতি প্রনব হাজং বলেন, প্রতিবছর এই চেংগ্নী মেলার আয়োজন করা হয়। দোলপূজা উপলক্ষে এবার ১৮০ তম এই মেলা উদযাপন হবে। বিভিন্ন স্থান থেকে এই মেলা দেখতে আসে মানুষ। মেলায় উপজেলা প্রশাসন নিরাপত্তা দিয়ে সহযোগিতা করবে।
আপনার মতামত লিখুন :