চট্টগ্রামে দোহাজারীতে ব্যাটারিচালিত রিকশায় করে কোচিং সেন্টারে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ মোট তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক স্কুলছাত্রী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দোহাজারি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রিজভী আক্তার (১৬), তার ছোট ভাই ওয়াকার উদ্দিন আদিল (১২) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির তুষিন আক্তার নামক এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত।
এ বিষয়ে পুলিশ জানায়, নিহত রিজভী দোহাজারি পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল এবং ওয়াকার একই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। তারা দুজন উপজেলার জমিরজুরি গ্রামের মো. জসিম উদ্দিনের সন্তান।
দোহাজারি হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সকাল নয়টার দিকে দোহাজারি বাজারের কাছে রিকশাটি হাইওয়েতে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের দ্রুতগামী বাসটি রিকশাটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই রিকশাচালক ও ওয়াকার নিহত হন। রিজভী ও রুশিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার এক ঘণ্টা পর যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
আপনার মতামত লিখুন :