সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার(১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো স্থায়ী হয় এ ঝড়।
আকস্মিক এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। পথচারীদের অনেকেই ছাতা বা বৃষ্টির উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ভিজতে বাধ্য হোন। বৃষ্টির মধ্যেই ভিজে গন্তব্যে ছুটেন অনেকে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পাশাপাশি আগামী কয়েকদিন সিলেটে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উপজেলা পর্যায়ে শিলাবৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাই ফসলের ক্ষয়ক্ষতিও খুব একটা হয়নি।