ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চিকিৎসক সংকটে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব্যাহত

তানভীর ইসলাম কাওছার, শ্রীমঙ্গল
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৫:৫০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় সহায়ক কর্মীসহ সংখ্যায় কম বিশেষজ্ঞ ডাক্তার। রয়েছে বিভিন্ন পদের কর্মচারী সংকট। উপজেলার প্রায় ৩ লাখ জনবসতির চিকিৎসা সেবার বড় ভরসা এ হাসপাতালটি। 

নানা সমস্যায় এটিই আজ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসক ও জনবল নিয়োগ না থাকায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। চিকিৎসা সেবার মান উন্নয়নে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এত সংকটের মধ্যেও প্রতিদিন শত শত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। ফলে দায়িত্বে থাকা চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

সরকারি নিয়োগের মাধ্যমে চিকিৎসক ও জনবল সংকট কাটবে বলে মনে করেন কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় হলেও সে অনুযায়ী অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়নি। জনবল নিয়োগ নেই দীর্ঘদিন ধরে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, হাসপাতালের এগারোটি কনসালটেন্ট পদে ছয়টি এখনও শূন্য রয়েছে। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলোজি), জুনিয়র কনসালটেন্ট (নাক-কান), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (বিষয়হীন) পদে শূন্য রয়েছে ৫টি, মেডিকেল অফিসার পদে শূন্য রয়েছে ১টি, সহকারী সার্জন পদে শূন্য রয়েছে ৪টি, সিনিয়র স্টাফ নার্স পদে শূন্য রয়েছে ৭টি, মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) পদে শূন্য রয়েছে ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) পদে শূন্য রয়েছে ১টি, পরিসংখ্যানবিদ পদে শূন্য রয়েছে ১টি, হেলথ এডুকেটর পদে শূন্য রয়েছে ১টি, কম্পিউটার অপারেটর পদে শূন্য রয়েছে ১টি, কার্ডিওগ্রাফার পদে শূন্য রয়েছে ১টি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্য রয়েছে ১টি, স্বাস্থ্য সহকারী পদে শূন্য রয়েছে ৪টি, অফিস সহায়ক পদে শূন্য রয়েছে ২টি, ওয়ার্ড বয় পদে শূন্য রয়েছে ২টি, আয়া পদে শূন্য রয়েছে ১টি, বাবুর্চি পদে শূন্য রয়েছে ১টি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৩টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত হয়েছে। তবে টয়লেট এবং বাথরুমের পরিবেশ আরো ভালো হওয়া প্রয়োজন।

চিকিৎসকসহ অন্যান্য পদগুলো শূন্য থাকায় রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। অনেক রোগীকে বাধ্য হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করতে হয়।

বিভিন্ন দূর-দূরান্ত থেকে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, এই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে নিয়মিত চিকিৎসা সেবা ও সবধরণের সরকারি ওষুধ পাওয়া যায় না। রোগীকে ভালো করে দেখার আগেই সদর হাসপাতালে রেফার্ড করে দেওয়া হয়।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, জনবল সংকটের মধ্যেও আমরা রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জনবল চেয়ে সিভিল সার্জন অফিসে চিঠি পাঠিয়েছি। জনবল নিয়োগ হলে রোগীদের আরও ভালো সেবা দেওয়া যাবে।

সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান জানান, ডাক্তার নার্সসহ বিভিন্ন পদে জনবল সংকেটের সমস্যা পুরো সিলেট বিভাগেই। বিষয়টু আমার জানা আছে।

এ বিষয়ে একাধিকবার, স্বাস্থ্য মন্ত্রনালয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। শূন্য পদের চাহিদা জমা দেয়া হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।