বড়লেখায় মৌসুমের প্রথম তীব্র ঝড় ও শিলাবৃষ্টি

বড়লেখা (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:০২ এএম

বড়লেখায় মৌসুমের প্রথম তীব্র ঝড় ও শিলাবৃষ্টি

মৌলভীবাজারের বড়লেখায় তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। এতে ঘরের টিন ও ফসলি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নসহ উপজেলার কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয় এবং এলাকার অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।

আকস্মিক এ শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। 

উপজেলার বাসিন্দা সারজান আহমদ বলেন,‌ "আমাদের এলাকায় প্রচুর শিলা পড়েছে। আমাদের ঘরের কিছুটা ক্ষতি হয়েছে; এভাবে শিলাবৃষ্টি হলে ফসলি জমিরও ক্ষতি হবে।‍‍`‍‍`

উপজেলার বাসিন্দা শাহরিয়ার শাকিল জানান, সন্ধ্যার পর থেকে বড়লেখা এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত ৮টার পর থেকে তীব্র গতিতে ঝড়ো হাওয়া বয়, পরে বজ্রবৃষ্টি হয়। এ সময় শিলাবৃষ্টি হয়।

শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বড় বড় শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ফুটো হয়ে গেছে।তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরবি/আবু

Link copied!