লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জহুরুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই এলাকায় বরিশাল থেকে আসা বিদুৎ শ্রমিক শিশুটিকে একা পেয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পুলিশ জানায়, হাতীবান্ধার দোয়ানী এলাকায় বরিশাল থেকে আসা জহরুল মোল্লাসহ বেশ কয়েকজন শ্রমিক সেড করে অবস্থান নিয়ে বৈদ্যুতিক খুটির কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধার দিকে ওই এলাকায় ভুক্তভোগী শিশু (৭) কে বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুর মা বাড়িতে এসে ঘটনা শুনে পরিবার ও এলাকাবাসীকে জানায়।
পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত জহরুল মোল্লাকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালের নিয়ে যাওয়া হচ্ছে।
আটককৃত জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার (ওসি) মাহমদুন্নবী বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনা স্থল পরিদর্শন করে শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি।