ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে সপ্তাহব্যাপি প্রশিক্ষণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১০:৩৭ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক সপ্তাহব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক তিন‌দি‌নের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়ে‌ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন। 

মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ-এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস।

এসম বক্তব্য রাখেন শিল্পী এম এম রহমান, হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা  জ্যোতি সিনহা। প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।