যুবদলের সভাপতির পায়ের রগ কেটে দিলেন শ্রমিক দলের নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:৫৩ এএম

যুবদলের সভাপতির পায়ের রগ কেটে দিলেন শ্রমিক দলের নেতা

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনের পায়ের রগ কেটে দিল শ্রমিক দলের নেতা। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জসিমের কর্মীরা জানায়, শ্রমিক দলের নেতা আবুল কাশেম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া ও তার লোকজনের জসিম গ্রুপের লোকজনকে মারধর করা আহত করে। এ সময় শ্রমিক দলের আবুল কাশেম ভূঁইয়া বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতির ভাই শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া জসিমের ওপর ক্ষিপ্ত হয়ে তার পায়ের রগ কেটে দেয়। এরপরে রক্তাক্ত জখম অবস্থায় জসিমকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনায় পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বৃহস্পতিবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে যুবদল নেতাকে পায়ের রগ কেটে দেয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত আজিম ভূঁইয়া ও তার লোকজনের খোঁজে গতকাল বুধবার রাতে শহরে সশস্ত্র মহড়া দেয়া হয়। গত ৫ আগস্টের পর থেকে আবুল কাশেম ভূঁইয়া ও তার লোকজনের বিরুদ্ধে হামলা, মারধর, চাঁদাবাজিসহ নানা অভিযোগ আছে। এর আগে বাস টার্মিনালের দখল নিয়ে আবুল কাশেম ভূঁইয়ার পক্ষের লোকজনকে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তার লোকজন শহরের নাগেরবাজার এলাকায় যুবদল নেতা জসিম উদ্দিনের প্রতিবেশী আজিম খানকে মারধর করেন। রাত আটটার দিকে বাসাবাটি এলাকার বগা ক্লিনিকের সামনে আজিম ভূঁইয়ার কাছে মারধরের কারণ জানতে চান জসিম।

এতে ক্ষিপ্ত হয়ে আজিম ভূঁইয়া ও তার লোকজন জসিমের ওপর অতর্কিত হামলা করেন। প্রাণ বাঁচাতে জসিম স্থানীয় মজিদ কসাইয়ের বাড়িতে আশ্রয় নেন। তখন ওই বাড়ির ফটক ভেঙে জসিমকে বের করে বেধড়ক পেটানোর পাশাপাশি পায়ের রগ কেটে গুরুতর জখম করা হয়। 

এ দিকে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ এলাকায় আজিম ভুইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মাছ ব্যবসায়ীরা। আধাঘণ্টা মাছ বাজার বন্ধ রাখেন তারা। মাছ ব্যবসায়ী মো. ওসমান বলেন, জসিমকে মারধর করার পরে আজিম ভুইয়া ও তার লোকজন এসে মাছ ব্যবসায়ী কুটুকে মারধর করেছে। এর আগে মাংস ব্যবসায়ী আব্দুস সালামও আমাদের এক মাছ ব্যবসায়ীকে মারধর করেছে। আমরা ছালাম, আজিম ও সেলিম ভুঁইয়ার বিচার চাই।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উল হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/আবু

Link copied!