হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উদ্যানের একটি টিলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে এতে প্রায় এক একর জায়গার গাছপালা ও ঝোপ পুড়ে গেছে। অল্পের জন্য উদ্যানটির প্রাণ-প্রকৃতি বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
বন বিভাগ জানায়, দুপুরের পর জাতীয় উদ্যানের উত্তর দিকে ও সড়কের পূর্ব দিকে বনে আগুন লাগে। তাৎক্ষণিক বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও টহল দলের সদস্যরা গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। উদ্যানের ভেতরে একটি জলাধার এবং জনবল থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- ধূমপান থেকে এমনটি হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, যে স্থানে আগুন লেগেছে তার পাশ দিয়েই এলাকার কিছু মাদক ও চোরাকারির আনাগোনা। তারা ওই স্থান দিয়ে সীমান্তে আসা যাওয়া করে। অল্পের জন্য উদ্যানটির প্রাণ-প্রকৃতি বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।