পটুয়াখালীর পশ্চিম আরামবাগ এলাকায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পাঁচ বছরের শিশু রোহিত সরকারের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহিত পশ্চিম আরামবাগ এলাকার শ্যামল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।