তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার নাজিরেরগাঁও ও নয়াখুররমখলা গ্রামবাসীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহত সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২টার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে পুলিশ জানায়, একটি দোকানে চা পান করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই দুই গ্রামের মানুষদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কোনো পক্ষ এখনো অভিযোগ দেয়নি।