বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৩:৪৫ পিএম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল  ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদা খান বচন (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। হাইওয়ে নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিছুটা কুয়াশা থাকায় শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ধাক্কা দেয়া আলু বোঝাই ট্রাকটির সন্ধান চলছে।

আরবি/জেডি

Link copied!