পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। শুক্রবার (১৪ মার্চ) বেলা তিনটার দিকে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী শ্রীপুর এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, শুক্রবার দুপুরে সাঁথিয়া থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশা সাঁথিয়ার মাথপুরে যাচ্ছিলো। বেলা তিনটার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় পৌছালে মাথপুর থেকে সাঁথিয়া গামী শ্যালো ইঞ্জিলচালিত নছিমনের সাথে সংর্ঘষ বাঁধে। এতে সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পিতা আজিজুল হক (৪০) ও ছেলে আবু হুরাইরা (৩) কে মৃত ঘোষণা করে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :