গাইবান্ধা সদর উপজেলা বোয়ালি ইউনিয়নের হরিণসিংহ গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের।
অভিযোগ সুত্রে জানা যায়,গাইবান্ধা সদর উপজেলা বোয়ালি ইউনিয়ন রাজীব কুমার বর্মনের সাথে দীর্ঘ দিন থেকে সুপদ চন্দ্র বর্মন ও সুমন চন্দ্র বর্মনগংদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর সূত্র ধরে গত ৮ ফেব্রুয়ারি দাঙ্গাবাজ, ভূমি দস্যু সুপদ চন্দ্র বর্মন ও সুমন চন্দ্র বর্মনগংরা দেশিও অস্ত্র সস্ত্রে সুসজ্জিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সন্ত্রাসী কায়দায় রাজীব কুমারের বসতবাড়িতে আক্রমণ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে কোন রকম রাজীব ও তার পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে সুপদ চন্দ্র ও সুমন চন্দ্রগংরা রাজীবের বসতবাড়ির নিমার্ণ কাজ শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গেলে সুপদ ও সুমন চন্দ্রগংরা বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করে নিবে বলে কালক্ষেপণ করতে শুরু করে।
বিষয়টি মিমাংসা না করে গত ১২ মার্চ সুপদ ও সুমন চন্দ্র গংরা বাড়ির নিমার্ণ কাজ শুরু করলে রাজীব কুমার নিষেধ করলে সুপদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রমণের স্বীকার হন। পরে পুলিশ ও সাংবাদকি গিয়ে রাজীবকে উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :