মহানবীকে নিয়ে কটূক্তি, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৬:৫৬ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তি, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ছবি: রূপালী বাংলাদেশ

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে শুভ রায় (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুনের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শুভ রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুড়া বৈশ্যপাড়া এলাকার ধীরেন চন্দ্র রায় এর ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা ওই যুবক মহানবী (সাঃ) কে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মূলক কথা বলে কটূক্তি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ ফোন করে পুলিশ এর হাতে তুলে দেয়। 

স্থানীয় বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, ওই যুবক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার কথা স্বীকার করে। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা যুবককে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানানো হবে।

আরবি/জেডআর

Link copied!