র‌্যাবের হাতে শিশু হত্যার মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:০৬ পিএম

র‌্যাবের হাতে শিশু হত্যার মামলার আসামি গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং র‌্যাব-১১, আদমজীনগর, নারায়নগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার শিশু জিয়ারুল হক (১৫) হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় বাদী আলাল উদ্দিন (৬৪) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা
করে দেখা যায় যে, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. দুপুর সাড়ে ১২ ঘটিকায় বাদীর ছেলে জিয়ারুল হক (১৫) বাড়ি হতে অটোরিক্সা যোগে উচাখিলা বাজারে আসার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের উচাখিলা কাচারী সংলগ্ন জনৈক সিরাজুল ইসলাম সরকার এর রড সিমেন্টের দোকানের সামনে পৌঁছামাত্র আসামীগণ পিছন দিক থেকে ধাওয়া করে।

এ সময় প্রাণ রক্ষার্থে জিয়ারুল হক অটোরিক্সা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আসামিগণ দেশীয় অস্ত্র দিয়ে জিয়ারুল হক (১৫) এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে জিয়ারুল হক ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন জিয়ারুল হক‘কে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে একই তারিখ সন্ধ্যা সাড়েছয় ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা আলাল উদ্দিন (৬৪) বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৬, তারিখঃ ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায়,অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচ ঘটিকার দিকে সিপিএসসি, র‌্যাব- ১১, আদমজীনগর, নারায়নগঞ্জ এর সহায়তায় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু জিয়ারুল হক (১৫) হত্যা মামলার আসামি মোঃ হক মিয়া (৫৮) কে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আলাদিয়ার আরগী গ্রামের মৃত আব্বাস আলী ছেলে। গ্রেপ্তারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!