একই ইউনিয়নের বর্তমান-সাবেক দুই চেয়ারম্যান ও এক মেম্বার গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:২৭ পিএম

একই ইউনিয়নের বর্তমান-সাবেক দুই চেয়ারম্যান ও এক মেম্বার গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের  গৌরীপুরে বর্তমান ও সাবেক দুইজন ইউপি চেয়ারম্যান ও একজন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ুম ও সাবেক চেয়ারম্যান ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার এবং বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন।

জানা গেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। বুধবার ময়মনসিংহের জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলায় সে গুরুতর আহত হয়। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চেয়ারম্যান এমএ কাইয়ুমকে আসামি করে গৌরীপুর থানায় ৮ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকারকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে তাকে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও বুধবার রাতে গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বারকে (৫৫) গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, শ্যামগঞ্জের মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।  

আরবি/জেডআর

Link copied!