কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে দোল উৎসব পালন করা হয়েছে। শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, আমলাপাড়া সর্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা, আবির খেলা, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে এ দোল উৎসব পালন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে নানা বয়সি মানুষ ভগবানের শ্রীচরণে আবির লাগিয়ে, আবির খেলায় মেতে ওঠে। একে অপরের মুখে আবির লাগিয়ে আনন্দে মেতে ওঠে।