নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাত্রী কালীন ডিউটি পালন কালে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে ৬ পুলিশ সদস্য ও চালকসহ ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত-রাত তিনটার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় আড়াইহাজার-গোপালদী আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) মাহাবুব ইসলাম,কনস্টেবল সাইফুল,কনস্টেবল মোশাররফ,কনস্টেবল আল আমিন,কনস্টেবল আজিজুল,কনস্টেবল আলামিন ও লেগুনা চালক রিয়াদ।
আহতদের উদ্ধার করে স্থানীয় আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ৫ আগস্টের পর পুলিশের গাড়ী পুড়িয়ে দেয়ায় থানায় গাড়ীর স্বল্পতার কারণে বাহির থেকে রিকুইজিশন করা লেগুনা দিয়ে ডিউটি করতে হয়েছে। রাতে উক্ত গাড়ীতে ৬ জন পুলিশ সদস্য ছিলো।গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তারা আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :